West Bengal: আজ ফের শুরু দুয়ারে সরকার, ক্যাম্পে মিলবে ৬টি নতুন পরিষেবার সুবিধা

এবারের দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে থাকছে ৬টি নতুন পরিষেবা।

রাজ্যজুড়ে ফের শুরু হল দুয়ারে সরকার (Duare Sarkar)। এবার দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পে (scheme) যুক্ত হয়েছে আরও কয়েকটি নতুন পরিষেবা (service)। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবারের দুয়ারে ক্যাম্পে (Duare Sarkar)  মোট ২৪টি পরিষেবার (service) জন্য আবেদন নেওয়া হবে।

আরও পড়ুনঃ Coochbehar Fire:কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত মা ও ছেলে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে ছিলেন, ”দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় ১ লক্ষ ৪ হাজার ৪০২টি ক্যাম্পে মোট ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার দরখাস্ত জমা পড়েছে। যার মধ্যে ২ কোটি ৭৮ লক্ষ ৬৫ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রায় ৬০-৬৫ হাজারের গ্যাপ রয়েছে। যা এবারের দুয়ারে সরকারে তা পূরণ করতে হবে। এছাড়াও এবারের দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৬টি নতুন।”

আরও পড়ুনঃ Weather Forecast:বিদায় বেলায় দাপট দেখাচ্ছে শীত

এবার দুয়ারে সরকারে নতুন যে পরিষেবাগুলি যুক্ত হল–

কৃষি দফতরের কৃষাণ ক্রেডিট কার্ড

মৎস দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড

এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড

তাঁত শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড

পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ

Previous articleকোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন,খাস কলকাতার গেস্ট হাউস থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
Next articleসঙ্ঘের নির্দেশ অমান্য বঙ্গ বিজেপির, নেতৃত্বের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ দিলীপের হুঁশিয়ারি