জনতার দরবারে হেরে গিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

মানুষের রায়ে হেরে গিয়েও শিক্ষা নেই বিজেপির। রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। তারপরেও নির্লজ্জের মত রাজ্য নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ বিজেপি।দ্রুত শুনানির আবেদন জানিয়েছে তারা। জানা গেছে, বিজেপির হয়ে সওয়াল করবেন প্রাক্তন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার।


আরও পড়ুন: West Bengal: আজ ফের শুরু দুয়ারে সরকার, ক্যাম্পে মিলবে ৬টি নতুন পরিষেবার সুবিধা


সোমবার পুরভোটে গোহারা হারার পর বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে মুখ দেখানোর জায়গা নেই। তাই নিজেদের অপদার্থতা ঢাকতে আদালতে যাওয়ার কথা আগেই জানিয়েছিল তারা। এবং সেইমতো সোমবারই আদালতে যায়। এবং দ্রুত শুনানির আর্জি জানায়। সোমবার বিজেপির তরফে আইনজীবী রঞ্জিত কুমার আদালতে সওয়াল করেন।তাই আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভা ভোটের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের আর্জি জানান তিনি। আদালত জানিয়েছে এ নিয়ে বুধবার সকাল ১০.৩০টায় রায় দেওয়া হবে।

Previous articleসঙ্ঘের নির্দেশ অমান্য বঙ্গ বিজেপির, নেতৃত্বের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ দিলীপের হুঁশিয়ারি
Next articleIndia Team: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে রোহিতের ডেপুটি হলেন ঋষভ পন্থ