Tuesday, August 26, 2025

পশ্চিমবঙ্গ কীরকম? IAS-দের স্পষ্ট ধারণা দিতে প্রদর্শনীর আয়োজন রাজ্য সরকারের

Date:

Share post:

বাংলায় দায়িত্বপ্রাপ্ত IAS আধিকারিকদের এই রাজ্যের শিল্প- সংস্কৃতি ইতিহাস সম্পর্কে অবগত করতে শিল্প প্রদর্শনী শুরু করছে রাজ্য সরকার(State govt)। যেখানে ১২ শতক থেকে ১৯৫০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, শিল্প সম্পর্কে আধিকারিকদের অবগত ব্যবস্থা করা হচ্ছে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলার ৮৫ টি শিল্পকর্মের পুনরুত্থান তুলে ধরা হবে। এই প্রদর্শনীর নাম রাখা হয়েছে, ‘Art of Bengal: History, Tradition and Transition to Modernism’।

জানা গিয়েছে, এই প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee)। পাশাপাশি উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য(Shubham Prasanna Bhattacharya)। এই প্রদর্শনী প্রসঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এর মাধ্যমে রাজ্যের শিক্ষানবিস আধিকারিকরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি ধারণা পাবেন। যখন অন্যান্য রাজ্য থেকে বাংলায় কেউ আধিকারিক হিসেবে আসেন তখন রাজ্যে সেই সকল আধিকারিকদের জন্য একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে রাজ্য প্রশাসন, বিধি-বিধান সম্পর্কে সাধারণ প্রশিক্ষণ দেওয়া। এর মাধ্যমে তারা জানতে পারেন বাংলার সাধারন মানুষের জীবনযাত্রা। তবে সার্বিক ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের প্রতিনিধিত্বকে রীতিমতো চ্যালেঞ্জ করা হচ্ছে।

আরও পড়ুন:Mamata Banerjee:মানুষকে পাশে নিয়ে শিলিগুড়ির উন্নয়নের নির্দেশ মমতার

আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, যেসব আধিকারিকরা এই রাজ্যে দায়িত্ব নিয়ে আসেন তাদের বাংলার শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল সম্পর্কে সেভাবে কোনও ধারণা থাকে না। রাষ্ট্রের সাধারণ মানবিক বিষয়গুলিতে তাদের প্রাথমিক ধারনা রয়েছে বলে অনুমান করা ঠিক নয়। একটা সময় ছিল যখন সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানত। কিন্তু এখন, আমরা অনুভব করি যে অনেক “পরিচিত” আর তেমন পরিচিত নয়। আমরা যখন চাকরিতে ছিলাম, আমরা ভেবেছিলাম এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি বাংলায় শুরু করা উচিত।

পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রা প্রতিটি বিষয় তুলে ধরে একটি সিলেবাস তৈরি করা হয়েছে। পাশাপাশি ‘বাংলার পরিচয়’ নামে একটি বুকলেট প্রকাশ করা হয়েছে। শিক্ষক হিসেবে সিনিয়র আইএএস আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের গেস্ট মেম্বার হিসেবে ফ্যাকাল্টিতে নেওয়া হচ্ছে যাদের মাধ্যমে প্রশিক্ষণে থাকা আইএএস আধিকারিকরা বাংলা সম্পর্কে স্পষ্ট ধারনা পাবেন।

spot_img

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...