Abhishek: চিরতরুণ হাসি আর কণ্ঠের মেলডি চিরকাল মনে থাকবে: বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা অভিষেকের

বাপ্পি লাহিড়ীরে প্রয়াণে শোকজ্ঞাপন অভিষেক।

বিখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শোকবার্তায় তিনি লেখেন, প্রবাদপ্রতিম এই সুরকার ও গায়কের মৃত্যুতে গভীর শোকাহত। তাঁর চিরতরুণ হাসি ও কণ্ঠের মেলডি চিরকাল মনে থাকবে।

মঙ্গলবার, মধ্যরাতে প্রয়াত হন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী (Bapi Lahiri)। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। বুধবার, সকাল থেকেই মুম্বইতে তাঁর বাসভবনে পৌঁছন বলিউডের তারকারা। এদিন সন্ধেয় আমেরিকা (America) থেকে ফিরছেন বাপ্পির ছেলে বাপ্পা লাহিড়ী (Bappa Larihi)। তারপরেই তাঁর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে খবর।

আরও পড়ুন:Mamata: কোচবিহারের স্থানীয় ‘নারায়ণী সেনা’-দের চাকরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর, চিলা রায়ের গ্র্যান্ড মূর্তি স্থাপনের ঘোষণা