Sunday, November 9, 2025

রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের মাঝেই RSS-এ ফাটল, বন্ধ হল আটশোর বেশি শাখা

Date:

Share post:

অতীতে রাজ্যে আরএসএস-এর(RSS) শাখা সেভাবে শক্তপোক্ত না হলেও মোদি সরকার ক্ষমতায় আসার পর এরাজ্যে সংগঠন কিছুটা বেড়েছে। তবে করোনা পরবর্তী সময়ে কার্যত বেহাল অবস্থা সংঘের। জানা যাচ্ছে, করোনা পরবর্তী(After Covid) সময়ে এ রাজ্যে আরএসএসের অন্তত ৮০০ শাখা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আর এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)।

জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে পশ্চিমবঙ্গের আরএসএস-এর সক্রিয় শাখা ছিল ২২০০ টি। সেখানে নিয়মিত আলোচনাচক্রের পাশাপাশি চলত শারীরিক কসরত। করোনার সময় সমস্ত শাখাই বন্ধ করে দেওয়া হয়। পরে তা নতুন করে চালু করার চেষ্টা হলেও ৮০০ বেশি শাখা নতুন করে চালু করা সম্ভব হয়নি। এর মধ্যে বন্ধ থাকা শাখার সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের, মধ্য বঙ্গের বহুশাখা নতুন করে চালু করা সম্ভব হয়নি। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংঘের প্রধান মোহন ভাগবত। মার্চের মধ্যেই সংগঠনের কাঠামো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন:মন্দিরে জুতো পরে শুভেন্দু, প্রতিবাদী সুপ্রকাশের উপর নির্মম অত্যাচার বিজেপি নেতার দেহরক্ষীদের

তবে আরএসএস-এর শাখা এভাবে বন্ধ হয়ে যাওয়ার পেছনে বিজেপির ভঙ্গুর সাংগঠনিক অবস্থার দিকেই উঠছে আঙুল। রাজ্যে বিজেপির দুর্বলতার সমানুপাতিক হারে দুর্বল হচ্ছে সংঘও। বিজেপি নেতৃত্বের দলীয় কোন্দল সঙ্ঘের উপর প্রভাব ফেলছে। যদিও আরএসএস এহেন দাবি মানতে একেবারেই নারাজ। করোনা পর্ব মেটার পর ১৬০০ শাখা চালু হয়েছে। আগামী দিনের সব শাখা ফেল চালু করা হবে।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...