Tuesday, January 13, 2026

শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

”শুভেন্দুই একমাত্র ময়দানে আছে। বিজেপির বাকি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না।” কার্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একুশের বিধানসভা ভোটের আগে জার্সি বদল করে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়করাও ছিলেন। যে আশা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, সে গুড়ে বালি হয়েছে। ভোটের ফল প্রকাশের পর অনেকেরই ঘর ওয়াপসি হয়েছে। আবার অনেকেই কার্যত রাজনৈতিক সন্ন্যাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: পিপিপি মডেলে স্কুল ভুয়ো, সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

যদিও বিরোধী দলনেতা হয়ে এখনও বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবং এটাকেই ব্যতিক্রমী বলছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের বিভিন্ন জেলায় এখন পুরভোটের প্রচার করছেন শুভেন্দু। তবে দলের বাইরে কিংবা অন্দরে সবকিছুই যে শুভেন্দুকে কেন্দ্র করে খুব মসৃণভাবে হচ্ছে তা নয়, দলের মধ্যেও যেমন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু ঠিক একইভাবে পুরভোটের প্রচারে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে তাঁকে “গো ব্যাক” স্লোগান শুনতে হচ্ছে।

এদিন শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ফিরহাদের কথায়, “শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। তাহলে কি ঘর ওয়াপসি?” কিন্তু ফিরহাদ হাকিম স্পষ্ট করে দেন, ”তৃণমূল পরিবারে শুভেন্দুর কোনও জায়গা নেই। ওকে নেওয়া হবে না।”

 

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...