Royal Bengal Tiger: ১৬ দিনের লুকোচুরি শেষ, রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ

Tiger attack in sundarban

অবশেষে কাটল আতঙ্ক। ১৬ দিন টানাপোড়েনের পর অবশেষে বন দফতরের পাতা জালে ধরা পড়ল রায়দিঘীর রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গিয়েছে, সোমবার রাতে এই পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারটি বন দফতরের আধিকারিকদের পাতা নেটে আটকা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে খাঁচাবন্দি করা হয়। রাতেই বাঘটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ছেড়ে দেওয়া হবে।বর্তমানে বাঘটিকে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

গত ৪ঠা ফেব্রুয়ারি রায়দিঘির দমকল এলাকার মনি নদীর ধারে বাঘটির পায়ের ছাপ লক্ষ্য করে গ্রামবাসীরা। সেইমতো খবর দেওয়া হয় বনদফতরে। তাঁরাই বাঘটির প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না বাঘটিকে। সোমবার রাতে বাঘটি বনদফতরের কর্মীদের জালে ধরা দেয়।আপাতত বাঘটিকে মাতাল রেঞ্জের ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর সেটিকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।