Modi-Mamata: ভাঙন রুখতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

চাষের জমি-বাড়ি যাচ্ছে নদী গর্ভে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্য়বস্থা নেওয়ার আবেদন জানিয়ে মোদিকে চিঠি মমতার।

গঙ্গা-পদ্মার ভাঙনে তলিয়ে যাচ্ছে চাষের জমি-বাড়িঘর। সর্বহারা হচ্ছে মানুষ। এই বিষয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। ভাঙন রুখতে গঙ্গা অ্যাকশন প্ল্যান দ্রুত কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi)।
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, তিনটি জেলা- মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়ায় (Murshidabad, Maldah, Nadia) ভাঙনের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। নদীর গতিপথ বদলের ফলেই ভাঙন বলেই মত মুখ্যমন্ত্রী।

মমতা চিঠিতে লেখেন, নদীর গতিপথে ফরাক্কা ব্যারেজ নির্মাণের প্রভাব পড়েছে। নদীর পাড়ের ক্ষয়রোধ করতে জলসম্পদ কেন্দ্রীয় মন্ত্রক ২০০৫ সালে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিল। ২০১৭ সালে এই ক্ষমতায় বদল ঘটায় কেন্দ্র। অভিযোগ, এটা কার্যত একতরফাভাবে হয়েছিল। জনজীবন বাঁচাতে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই নদীন নিয়ে সরব মমতা। বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এবার চিঠি স্বয়ং প্রধানমন্ত্রী।