করোনা(Corona) ঢেউ সামলে স্বাভাবিক হচ্ছে চারপাশ।দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণের পাশাপাশি স্বস্তি নিম্নমুখী অ্যাক্টিভ কেসের (active case)সংখ্যাতেও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। যা গতকালের তুলনায় কিছুটা কম। গত ৭দিনের রেকর্ড বলছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে।

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের। অন্যদিকে দেশে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। আগের দিনের থেকে সামান্য বেশি হলেও উদ্বেগজনক নয়। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৯৮৮ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ ।

পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবার প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা পজিটিভিটি রেট অনেকটাই কমেছে। গত এক দিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে মোট ৬ জনের।
