ইউক্রেনের আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ। একের পর এক ক্ষেপনাস্ত্রের বর্ষণ চালাচ্ছে রাশিয়া। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার থেকে দুর্বল হলেও মাথা নোয়াতে নারাজ ইউক্রেন। একাই রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। বেলারুশ পেরিয়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর সীমান্ত দিয়ে ঢুকে চেরনোবিলের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের একাংশ দখল করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইউক্রেন সরকারের তরফে জানান হয়েছে, আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে পারে অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর বিকিরণ। যা গোটা ইউরোপকে কয়েক হাজার বছরের জন্য পঙ্গু করে দিতে পারে।একই আশঙ্কা করছেন বিজ্ঞানীরাও।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে পড়া বঙ্গের বাসিন্দাদের জন্য খোলা হল কন্ট্রোল রুম, রইল নম্বর

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখ্য উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেছেন, ‘‘চেরনোবিল পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। প্রচুর রুশ সেনা ঘিরে ফেলেছে কেন্দ্রটিকে। এলোপাথাড়ি গুলি, গোলা ছুড়ছে রুশ সেনারা। ছোড়া হচ্ছে প্রচুর ক্ষেপণাস্ত্র, ছুটে আসছে কামানের গোলা। তাতে যে কোনও মুহূর্তে ফাটল ধরতে পারে পারমাণবিক বর্জ্য রাখার এলাকার প্রাচীরে। প্রকোষ্ঠগুলিতে। বেরিয়ে আসতে পারে রাশি রাশি তেজস্ক্রিয় বর্জ্য।’’
