Thursday, August 28, 2025

ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সীমান্তে না যাওয়ার নির্দেশ ভারতীয় দূতাবাসের

Date:

Share post:

ইউক্রেনের(Ukraine) বিভিন্ন সীমান্ত চেকপোস্টে পরিস্থিতি খুব সংবেদনশীল। ফলে যেসব ভারতীয় ইউক্রেনে ইউক্রেনে আটকে রয়েছেন তারা যেন ইউক্রেনের কোনও সীমান্ত চেকপোস্টের দিকে না যান। শনিবার এই মর্মে বিবৃতি দিল ইউক্রেনের ভারতীয় দূতাবাস(Indian embassy)। স্বভাবিকভাবেই দূতাবাসের এই বিবৃতিতে উদ্বেগ আরও বেড়েছে আটকে থাকা ভারতীয়দের(Indian)।

এদিন ভারতীয় দূতাবাসের তরফে টুইটবার্তায় জানানো হয়েছে, “ইউক্রেনের বিভিন্ন সীমান্ত চেকপোস্টে পরিস্থিতি খুব সংবেদনশীল। ইউক্রেনের ভারতীয় দূতাবাস ইউক্রেনের বিভিন্ন প্রতিবেশী দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আটকে থাকা ভারতীয়দের বাইরে বার করার প্রচেষ্টা চালাচ্ছে।” পাশাপাশি আরও জানানো হয়েছে যারা মরিয়া হয়ে চেকপোস্টের দিকে চলে যাচ্ছেন তাদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এদিকে পড়ুয়াদের উদ্ধার করতে ইতিমধ্যেই পোলান্ড এবং হাঙ্গেরি সীমান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। আকাশপথে আশঙ্কা থাকায় স্থলপথেই সীমান্ত এলাকায় পৌঁছেছে প্রতিনিধি দলগুলি। তবে এখনই পড়ুয়াদের সীমান্তে না যাওয়ার নির্দেশ দিল দূতাবাস। এর পাশাপাশি এদিন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, ইউক্রেন থেকে ৪ হাজারের বেশি ভারতীয় ইতিমধ্যেই ফেরত এসেছেন। এখনও কিছু ভারতীয় সেখানে আটকে পড়েছেন। ভারত নিজেদের নাগরিকদের সুরক্ষার ব্যাপারে দায়বদ্ধ। সবাইকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। শনিবার ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন পড়ুয়াকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান।

আরও পড়ুন:Kili Paul: তানজানিয়ার কিলিকে বিশেষ সম্মান ভারতীয় হাইকমিশনের

অন্যদিকে, সময় যত গড়াচ্ছে ইউক্রেনের পরিস্থিতি তত খারাপ হয়ে উঠছে। ইউক্রেন প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার জল্পনার মাঝেই এদিন প্রেসিডেন্ট ভবনের সাম্নের রাস্তায় দাড়িয়ে ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy) জানান, “আমাকে উদ্ধারের প্রয়োজন নেই। লড়াইয়ের জন্য গোলাবারুদ পাঠান।” শুক্রবারই একটি ভিডিয়ো বার্তায় জেলেনস্কি বলেছিলেন, “আমি কিভ থেকে পালাইনি। এখানেই রয়েছি।” পাশাপাশি, ইউক্রেনের রাজধানী কিভ দখলের রাশিয়ার মরিয়া চেষ্টা আপাতত রুখে দেওয়া গিয়েছে বলেও জানান প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম সূত্রের খবর, ভয়াবহ এই পরিস্থিতিতে ভারতকে পাশে পেতে এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন জেলেনস্কি। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...