Monday, November 10, 2025

আনিসকাণ্ডে নয়া মোড়! ক্ষমা চাইলেন আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়া ব্যক্তি

Date:

Share post:

আনিসকাণ্ডে নয়া মোড়। আনিস মৃত্যুর ঘটনায় হুমকি-ফোন রহস্যে এবার বেরিয়ে এলো নয়া তথ্য। সরাসরি ফোন করে ক্ষমা চাইলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা ও দাদাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সেই অভিযুক্ত ব্যক্তি।

আনিসের দাদা সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার এই অডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে অপরদিক থেকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’’ এর পর নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এমনকি তাঁকে নিজের ‘ছোট ভাই’ ভেবে ক্ষমাও করে দিতে বলেন। পাশাপাশি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুরোধ করেন, যাতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়। এই অডিয়ো ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সাবির ওই ব্যক্তিকে স্পষ্ট বার্তা দেন, তাঁর আর কিছু করার নেই। তিনি পুলিসকে ইতিমধ্যেই নম্বরটি দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আনিসের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, ‘সিবিআই তদন্তের দাবি তুলে না নিলে পরিবারের সকলকে শেষ করে দেওয়া হবে।’ পুরো বিষয়টি জানিয়ে সাবির বলেন, যখন এই ফোনটি আসে, তখন তিনি পুলিশ স্টেশনেই বসেছিলেন। ফোন আসার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে বিষয়টি জানান। নম্বরটি কোথাকার, এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- “তাজ্যপুত্র” মন্তব্যে এবার শুভেন্দুকে আইনি নোটিশ কুণালের

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...