Friday, November 14, 2025

Book Fair: সেন্ট্রাল পার্কের নয়া নাম: ৪৫তম কলকাতা বইমেলার উদ্বেধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিছুটা দেরিতে হলেও শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) । সোমবার, প্রথা মাফিক ঘণ্টা বাজিয়ে ৪৫তম কলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই উদ্বোধন মঞ্চ থেকেই সল্টলেক সেন্ট্রাল পার্কের নয়া নাম দিলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে ‘বইমেলা প্রাঙ্গন’ হিসাবেই পরিচিত হবে পার্কটি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ও বাংলাদেশকে এক সুতোয় বাঁধেন মমতা।

এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মুখ্যমন্ত্রী বলেন, “এটা আন্তর্জাতিক বইমেলা। দুই দেশে কোনও বিভেদ নেই। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মধুর। বাংলা ও বাংলাদেশের অন্তর এক। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না।” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকলের শুভকামনাও করেন মমতা।
সকলকে কমপক্ষে একবার মেলায় আসার আহ্বান জানান তিনি। তাঁর কথায় এটা বইবেলা। এবারের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি বই প্রকাশ পেল। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বইমেলায় পৌঁছন মুখ্যমন্ত্রী। ছিলেন সাংসদ দোলা সেন (Dola Sen), রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সুজিত বসু (Sujit Basu), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ অনেকে।
কলকাতায় আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়। আগামী বছর থেকে কলকাতায় আন্তর্জাতিক সঙ্গীত মেলার আয়োজন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী।
এদিন প্রথমে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলের উদ্বোধন করেন মমতা। এরপর মূল মঞ্চে যান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিত সঞ্জীব চট্টোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন-সহ অনেকে। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্মরণ করেন সম্প্রতি স্বর্ণযুগের হারিয়ে যাওয়া শিল্পীদের।

আরও পড়ুন:BJP-STRIKE: নেতৃত্বেই দ্বিমত! অশান্তি সৃষ্টির চেষ্টা করেও ব্যর্থ বিজেপির ডাকা বাংলা বনধ

বইমেলা থেকেই যুদ্ধে যাঁরা নিহত হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বলেন, সারা বিশ্বে শান্তি স্থাপন হোক। ভারতই নেতৃত্ব দিক যুদ্ধ বন্ধের। বাংলা কোনও দেশের যুদ্ধকেই সমর্থন করে না। তবে, এই ইস্যুতে আবেগে ভেসে কোনও বিক্ষোভ না করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

বইমেলার জন্য করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বেশি বাস চালানোর জন্যে পরিবাহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। এবার বইমেলায় নেতাজি ও ঋষি অরবিন্দর নামে হচ্ছে দু’টি হল রয়েছে। ২টি তোরণ রয়েছে সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। এবার মোট ৬০০টি স্টল রয়েছে মেলায়। লিটল ম্যাগাজিনের জন্য দুশোটি স্টল রয়েছে। মেলায় ঢোকা ও বেরোনোর জন্য মোট ৯টি গেট। যার মধ্যে তিনটি তৈরি বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে। বঙ্গবন্ধুর নামে একটি গেটও আছে। রয়েছে একটি বিশ্ববাংলা গেটও।

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...