Thursday, November 6, 2025

শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের

Date:

Share post:

টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে এবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। শুক্রবার থেকে চণ্ডীগড়ের (Chandigarh) মোহালিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের সব আকর্ষণ একজনকে নিয়ে। তিনি স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)। কারণ, মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন অধিনায়ক। কিন্তু দেশের মাঠে দর্শকের সামনে বিরাট তাঁর সেঞ্চুরি টেস্ট ম্যাচ খেলতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

সুনীল (Sunil Gavaskar) বলেন, ‘‘যে কোনও খেলাতেই আপনি চাইবেন, মাঠে দর্শক থাকুক। সাম্প্রতিক সময়ে ভারত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলেছে। সেঞ্চুরি টেস্ট ভেরি ভেরি স্পেশ্যাল। এটা খুব হতাশাজনক যে, বিরাটের সেঞ্চুরি টেস্টে মাঠে কোনও দর্শক থাকবে না। কিন্তু আমার মনে হয়, সিদ্ধান্তটা বৃহত্তর স্বার্থেই নেওয়া হয়েছে। মোহালিতে কোভিড সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় যেহেতু সেখানে ম্যাচ হবে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে।’’

আরও পড়ুন: অ্যাস্টনকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই রয়েছেন স্মিথ 

গাভাসকর চাইছেন, মাইলস্টোন টেস্টেই দীর্ঘ সেঞ্চুরির খরা কাটুক বিরাটের (Virat Kohli)। কিংবদন্তি ওপেনার বলছেন, ‘‘স্কুলজীবন থেকে ক্রিকেট খেলার পর দীর্ঘ পথ পেরিয়ে একশো টেস্ট খেলার সম্মান বিশেষ একটা অনুভূতি। আমি আশা করি, বিরাট ওর সেঞ্চুরি টেস্ট ম্যাচ সেঞ্চুরি করেই সেলিব্রেট করবে। খুব বেশি ব্যাটসম্যান এই কীর্তি গড়েনি। আমি জানি, কলিন কাউড্রে সম্ভবত প্রথম লোক যে একশো টেস্ট খেলে, আবার নিজের একশো টেস্টেও সেঞ্চুরি করে। জাভেদ মিঞাদাদ ও অ্যালেক্স স্টুয়ার্টেরও এই কীর্তি আছে।’’

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...