আন্তর্জাতিক বইমেলার পারুল প্রকাশনী স্টলে প্রকাশিত হল মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা ‘অন্য মমতা’

৪৫তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনের দিনই প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে লেখা বই ‘ অন্য মমতা ‘। বইমেলার ‘পারুল প্রকাশনী ‘১৫০ নম্বর স্টলে এই বইটি প্রকাশিত হয়।

আরও পড়ুন: Bhuban Badyakar: দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে

এই বইটিতে তৃণমূল দলনেত্রীর রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও একটি বিশেষ দিকগুলি নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে যেমন রয়েছে তাঁর রাজনৈতিক জীবন, অন্যদিকে তাঁর শিল্পীসত্ত্বা প্রকাশ পেয়েছে । ‘অন্য মমতা’ বইটি পড়ে পাঠকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবি ,শিল্পী ও প্রাবন্ধিক হিসেবে নতুনরূপে জানতে পারবেন।

দলনেত্রী তথা জনদরদী মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের বাইরেও যে নিজস্বতা বা শিল্পীসত্ত্বার একটি অনন্য রূপ রয়েছে তা এই বইটিতে বিশিষ্ট কবি  সাহিত্যিক,সাংবাদিক,শিল্পী ও রাজনীতিবিদরা তাঁদের কলমে তুলে ধরেছেন।

Previous articleঅ্যাস্টনকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই রয়েছেন স্মিথ 
Next articleশততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের