বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কনভয় আটকানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পথ আটকে কালো পতাকা দেখায় বিজেপির সর্মথকরা। উত্তরপ্রদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও জয় শ্রী রাম স্লোগান। যদিও শান্ত ভাবেই বিক্ষোভকারিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এখানে হারবে। আর সেই ভয় থেকেই এইসব করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপিদের নিরাপত্তার এহেন গাফিলতিতে অভিযোগের আঙুল উঠছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও কেন উত্তর প্রদেশে পুলিশের তরফে এই ধরনের ঘটনা আটকানো গেল না। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ।

যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বারাণসীর গঙ্গার ঘাটে বসে প্রায় ঘন্টাখানেক ধরে গঙ্গা আরতি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ ও সমাজবাদী পার্টির অন্যান্য নেতৃত্বরা।
