Thursday, July 3, 2025

পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও

Date:

Share post:

ফের গৃহস্থের হেঁসেলে আগুন লাগতে চলেছে। রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যে ভোট মিটলেই লাগাম ছাড়া হবে জ্বালানির দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার আম জনতার থেকে টাকা আদায় করবে।

শুধু রান্নার গ্যাস নয়, নতুন করে ফের লাগাতার
দাম বৃদ্ধির অপেক্ষায় পেট্রল-ডিজেলও। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দর ১০০ মার্কিন ডলার ছাড়ালেও পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে দাম বাড়ায়নি কেন্দ্র। ভোট মিটলেই জনগণের থেকে মোদি সরকার তা উশুল করে ছাড়বে, সেটা বলাই বাহুল্য।

এলপিজির জন্য প্রধান দু’টি কাঁচামাল প্রোপেন ও বিউটেন। আন্তর্জাতিক তেল সংস্থা সৌদি অ্যারামকো প্রতি মাসের শুরুতেইএই দুই কাঁচামালের ‘কন্ট্রাক্ট প্রাইস’ ঘোষণা করে। নির্ধারিত সেই দামেই ভারতকে ওই দু’টি কাঁচামাল কিনতে হয়। ঘোষিত দরে কেনা সেই প্রোপেন ও বিউটেনের প্রভাব জনগণ টের পায় পরের মাসে। চলতি মাসের গোড়ায় প্রোপেনের দাম ঘোষিত হয়েছে টন পিছু ৮৯৫ মার্কিন ডলার। বিউটেনের ৯২০ মার্কিন ডলার। ফলে কেন্দ্র এই টাকা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মধ্যে দিয়ে এই টাকা আম জনতার থেকে আদায় করার জন্য মুখিয়ে রয়েছে। আর জ্বালানির দাম বাড়লেই স্বাভাবিক নিয়মে সেই প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। সব মিলিয়ে এখন শুধু পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে

 

spot_img

Related articles

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...

কুলদীপকে প্রথম একাদশে না দেখে হতাশ সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। সেটা দেখেই খানিকটা হতবাক...