তৃণমূলের সমর্থনে পুরপ্রধান হতে পারেন বিজেপির হিরণ? নয়া সমীকরণের ইঙ্গিত।

রাজ্যের ১০৮ পুরসভার একটিও জোটেনি পদ্মশিবিরের ভাগ্যে। ১০২টিতেই জিতেছে তৃণমূল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত খড়্গপুর (Kharagpur)পুরসভাও তৃণমূলেরই হাতে রয়েছে। তবে সেখানে চেয়ারম্যান পদ নিয়ে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে। চেয়ারম্যানের পদে সম্ভবত খড়্গপুর সদরের বিজেপি (BJP) বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কেই সমর্থন করবে তৃণমূল (TMC)। ৩৫ আসনের খড়্গপুর পুরসভায় ২০টি আসন পেয়েছে বাংলার শাসকদল। বিজেপির ঝুলিতে এসেছে ৬টি ওয়ার্ড। সংখ্যাগরিষ্ঠ জয়ী কাউন্সিলরের সমর্থন থাকলে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান হতে পারেন হিরণ।

কিন্তু কী থেকে এই জল্পনা?

দিলীপ ঘোষ (Dilip Ghosh) গোষ্ঠীর সঙ্গে হিরণের মতান্তরের কথা সবার জানা। জেলার হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছিলেন হিরণ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই মানভঞ্জন করতে তাঁকে প্রার্থী করেন বিজেপি। কিন্তু তারপরেও জেলায় দিলীপের বৈঠকে গরহাজির ছিলেন হিরণ। এমনকী, জেতার পরেও শুক্রবার দলের চিন্তন বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়ক-কাউন্সিলর। এবার হিরণকে চেয়ারম্যান করে মাস্টারস্ট্রোক খেলতে চাইছে তৃণমূল। এ বিষয়ে কী বলছেন হিরণ? তাঁর কথায় সকলে যদি চান, তাহলে তাঁর না বলার ক্ষমতা নেই। এক্ষেত্রে চেয়ারম্যান হলেও, হিরণের দলবদলের প্রয়োজনীয়তা নেই। কারণ, দলত্য়াগ আইন বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে প্রযোজ্য হলেও পুরসভার ক্ষেত্রে কার্যকরী নয়।
