ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে তৎপরতা: জেলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদির

বহু ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করা হয়েছ ইতিমধ্যেই, তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের(Ukraine) নানা প্রান্তে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়(India)। তাদের উদ্ধার করে দেশে ফেরাতে তৎপর মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে সুমিতে আটকা পড়া শত শত ভারতীয় নাগরিককে সরিয়ে আনার জন্য সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়ে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের(Vladimir Putin) সঙ্গেও ফোনে কথা বলবেন তিনি।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার মুল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেনের সুমি। বর্তমানে সেখানে আটকে রয়েছেন ৭০০ ভারতীয় পড়ুয়া। তাঁদের সেখান থেকে নিরাপদে বের করে আনতে প্রক্রিয়া জারি রেখেছে ভারত। এই পরিস্থিতিতে সোমবার প্রায় ৩৫ মিনিট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। অবশ্য এদিকে প্রধানমন্ত্রীর তরফে ফোনের আগেই রাশিয়ার তরফে আজকে সুমি, কিয়েভ, খারকিভ ও মাউরিপোলে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। জেলেনস্কির পাশাপাশি আজ বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুমান করা হচ্ছে, ভারতীয় পড়ুয়াদের জন্য সেফ করিডরের আয়োজন বিষয়ে দুই দেশকে রাজি করাতেই এই উদ্যোগ।

Previous articleKharagpur: খড়্গপুর পুরসভায় চেয়ারম্যান হবেন হিরণ! জল্পনা ঘিরে নয়া রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা
Next articleRavindra Jadeja: দলের হয়ে সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছসিত জাড্ডু