Saturday, November 8, 2025

BJP Meeting: বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

Date:

Share post:

চিন্তন বৈঠকে সরব হওয়ার পরে, এবার বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। রাজ্যে নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব লকেট। চিন্তন বৈঠকে সেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পরপর পুরসভায় বিজেপির ভরাডুবির জন্য সন্ত্রাসকে অজুহাত না করে ‘আত্মসমালোচনা’ ও ‘আত্মবিশ্লেষণে’র পক্ষে সওয়াল করেন লকেট। এরপরই তাঁর বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার জবাব দেন লকেটও। তবে সেই ঘটনার ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, সমীরণ পালের সঙ্গে বৈঠক করছেন বিজেপি সাংসদ।

কিছুদিন আগেই দলের বিরুদ্ধে সরব হয়ে সায়মিক বরখাস্ত হয়েছেন দুই বিজেপি নেতা। এর আগে সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গেরুয়া-পিকনিকের ছবি ধরা পড়ে। সেখানে উপস্থিত ছিলেন এই নেতারাই। তবে, এদিনের বৈঠকে শান্তনুর উপস্থিত থাকার কথা শোনা যায়নি। বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষুদ্ধের নিয়ে লকেটের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল।

বৈঠকের বিষয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, “এটা কোনও পরিকল্পিত বৈঠক নয়। তাঁদের একটি সামজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। যাঁদের সঙ্গে কথা বলেছেন তাঁরা সবাই বিজেপি–র নেতা। কেউ সাময়িক বরখাস্ত হলেও, বহিষ্কৃত নন। তাঁদের সঙ্গে কথা বলতেই পারি। আর আমাদের মধ্যে কথা হলে তো আর খেলা-বিনোদন নিয়ে কথা হবে না। রাজনীতির মানুষ,রাজনীতি নিয়ে কথা হয়েছে। দল নিয়ে কথা হয়েছে। এটাই তো স্বাভাবিক। এ নিয়ে জল্পনার তো কোনও অবকাশ নেই।“

এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, দলেরব ভিতরে কথা বলে কোনও লাভ নেই। তিনিও বহুবার বলেছেন। তবে, যে কামিনী-কাঞ্চনের অভিযোগ তিনি করেছিলেন তার কোনও সমাধান হয়নি। লকেটও দলের মধ্যে সরব হয়েছেন। এদিনের বৈঠক খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

spot_img

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...