গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত পাঞ্জাব(Punjab) কংগ্রেসে হাওয়া যে ঘুরতে চলেছে সে আভাষ পাওয়া গিয়েছিল আগেই। এবার পাঞ্জাবে পালাবদলের স্পষ্ট ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা। সোমবার কার্যত সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হলো পাঞ্জাবে এবার ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) আম আদমি পার্টি(AAP)।

১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাবে ম্যাজিক ফিগার ৫৯। তবে রাজনৈতিক মহলের শুরু থেকেই ধারণা ছিল গোষ্ঠীদ্বন্দ্বে কংগ্রেস এবার আর তেমন দাগ কাটতে পারবে না রাজ্যে। অন্যদিকে কৃষক আন্দোলনে ব্যাকফুটে থাকা বিজেপির কোনও সুযোগ নেই। এই অবস্থায় শুরু থেকেই এগিয়ে ছিল দুর্নীতি মুক্ত প্রশাসনের আশ্বাস দেওয়া আমাদি পার্টি। নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষা সেদিকেই সীলমোহর দিল। সদ্য প্রকাশিত C Voter-এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বলছে, পাঞ্জাবে এবার ৫১ থেকে ৬১ টি আসন পেতে চলেছে আম আদমি পার্টি। পাশাপাশি কংগ্রেস পেতে চলেছে ২২ থেকে ২৮ টি আসন। লড়াইতে কংগ্রেসের সঙ্গে টক্কর দিচ্ছে শিরোমণি আকালি দল। তারা পেতে পারে ২০ থেকে ২৬ টি আসন। এবং বিজেপি পেতে পারে মাত্র ৭ থেকে ১৩ টি আসন। পাশাপাশি অন্যান্য বুথ ফেরত সমীক্ষা গুলিও এগিয়ে রেখেছে আম আদমি পার্টিকে। ১০ মার্চ প্রকাশিত ফলাফলে যদি এই পরিসংখ্যান মিলে যায় সেক্ষেত্রে দিল্লির বাইরে জাতীয় রাজনীতিতে প্রথমবার সফলভাবে পা রাখতে চলেছে আপ।

এক ঝলকে দেখে নেওয়া যাক বাকি সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট…
