রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ছিল যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই কিভ দখল করে ফেলতে হবে । কিন্তু ১৫ দিন পার হতে চলল। এখনো মস্কোর কব্জায় এলোনা কিভ। অথচ ৬৪ কিলোমিটার লম্বা গাড়ির কনভয় নিয়ে রুশ সাজোয়া বাহিনী যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কিভের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। অর্থাৎ রাশিয়ান সেনাবাহিনীর কাছে কিভ দখল স্রেফ সময়ের অপেক্ষা । কিন্তু প্রবল তুষারপাত , হাড় কাঁপানো ঠান্ডায় এক পাও এগোতে পারছে না রাশিয়ান সেনা । উল্টে প্রবল ঠান্ডায় মৃত্যু হচ্ছে একের পর এক রাশিয়ান সেনা জওয়ানের।

আবহাওয়াবিদরা জানিয়েছেন এই সময়টায় পূর্ব ইউরোপের তাপমাত্রা ক্রমশই কমতে থাকে। ইতিমধ্যেই কিভ, খারকিভ-সহ ইউক্রেনের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। আর কয়েক দিনের মধ্যে সেই তাপমাত্রা মাইনাস ২০-তে পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর গত কয়েক দিন ধরে প্রবল তুষারপাত চলছে সংলগ্ন প্রতিটি এলাকায়। এই প্রবল ঠান্ডায় রাশিয়ার সেনাবাহিনীর কাছে ঠান্ডাকে প্রতিহত করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ । যুদ্ধ করা গৌণ ব্যাপার । সেনাবাহিনীর কাছে এই প্রবল ঠান্ডা এড়িয়ে , খাদ্য সংকট কাটিয়ে কীভাবে বেঁচে থাকা যায় সেটাই এখন সবথেকে বড় ব্যাপার।