Wednesday, May 7, 2025

মানুষের ভোট নয়, মেশিনের ভোটে জিতেছে বিজেপি: EVM ফরেন্সিক টেস্টের দাবি মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশ(UttarPradesh) রাজ্যে বিজেপির(BJP) জয় এসেছে ঠিকই, তবে এই জয় মানুষের ভোটে জয় নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রের মদতে ইভিএম লুটের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ‘মেশিনের ভোটে জিতেছে বিজেপি’। একইসঙ্গে ইভিএমের ফরেনসিক টেস্টের দাবিতেও সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উত্তরপ্রদেশ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। উত্তরপ্রদেশে ভোট লুট হয়েছে। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। বিজেপি ওখানে মানুষের ভোটে জেতেনি মেশিনের ভোটে জিতেছে।” শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেন, “সব ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত। বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও (AAP) তাই।”

আরও পড়ুন:ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

পাশাপাশি রাজ্যে রাজ্যে কংগ্রেসের চুড়ান্ত ব্যর্থতা ও ২৪-এর লোকসভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে (BJP) হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেসের উপর ভরসা করলে চলবে না, কংগ্রেস হেরেই চলেছে। এখন সব আঞ্চলিক দলকে একজোট হতে হবে।”

spot_img

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...