Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

এখনও পর্যন্ত দেশের হয়ে রোহিত ৪৪টি টেস্ট, ২৩০টি একদিনের ম্যাচ এবং ১২৫টি টি-২০ খেলেছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান রয়েছে হিটম‍্যান।

শনিবার থেকে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। যা দিন-রাতের টেস্ট। এই টেস্টেই অনন‍্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বেঙ্গালুরুতে ভারতের নবম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে চলেছেন রোহিত শর্মা। আর এই ম‍্যাচের সুবাদে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের সঙ্গে এক আসনে বসতে চলেছেন হিটম‍্যান।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্ট ম‍্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। আর শনিবার বেঙ্গালুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে চলেছেন রোহিত। রোহিত ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন, অনিল কুম্বলে এবং যুবরাজ সিং-এর।

এখনও পর্যন্ত দেশের হয়ে রোহিত ৪৪টি টেস্ট, ২৩০টি একদিনের ম্যাচ এবং ১২৫টি টি-২০ খেলেছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান রয়েছে হিটম‍্যান।

আরও পড়ুন:Sunil Gavaskar: লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে রোহিতকে বিশেষ বার্তা গাভাস্করের

 

 

Previous articleমানুষের ভোট নয়, মেশিনের ভোটে জিতেছে বিজেপি: EVM ফরেন্সিক টেস্টের দাবি মমতার
Next articleবিছানায় দিদির পচাগলা দেহ ৫ দিন ধরে আগলে রাখল বোন !