Thursday, November 6, 2025

Rupa Dutta Arrest:একদিনের জেল হেফাজতে রূপা, গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা !

Date:

Share post:

শনিবার সন্ধ্যা থেকেই আলোচনার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta)। ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা(45th International Kolkata Book Fair 2022) থেকে কেপমারির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ঠিক কী অভিযোগ? সূত্র মারফত জানা যায়, ১২ মার্চ সন্ধ্যে নাগাদ বইমেলা চত্বরে (BookFair compound) অভিযুক্ত অভিনেত্রীকে(Actress) সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন টহলরত পুলিশকর্মীরা। তাঁকে কিছু মানি ব্যাগ ডাস্টবিনে (Dustbin)ফেলতে দেখা যায় বলে অভিযোগ। এরপর তাঁকে প্রশ্ন করা হয়, কিন্তু স্পস্ট কোনও উত্তর না পাওয়াও থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর আজ রবিবার অভিনেত্রীকে আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে সেভাবে কিছুই প্রমান করা সম্ভব হয়নি। এত মানি ব্যাগ চুরি যাওয়া সত্বেও কেন কোনও অভিযোগ জমা পড়ল না,পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা !এদিন রূপা দত্তর আইনজীবী বিচারকের সামনে রূপাকে ‘নির্দোষ’ বলে দাবি করে নথি পেশ করেন। পুলিশ ১৪ দিনের জন্য আবেদন করলেও বিচারক সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত অভিনেত্রী রূপা দত্তকে (Rupa Dutta) এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন : Leopard: জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় ধরা দিল চিতাবাঘ, পুরুলিয়ার কোটশিলায় চাঞ্চল্য

কিন্তু এমন কী ঘটল যার জেরে এই কাজ করতে হল রূপাকে? টিনসেল টাউনের টেলি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টলি অভিনেতা অঙ্কুশ (Ankush) এর সঙ্গে বাংলা ছবি, এমনকি রাজনীতির ময়দান- সর্বত্রই রূপার বিচরণ। বেলতলা গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতকের ডিগ্রি লাভ। অভিনয় বরাবরই তাঁর পছন্দের তবে বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজের জায়গা পাকা করতে পারেন নি তিনি। ২০২০ সালে বলি পরিচালক অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে ‘অশ্লীল মেসেজ’ পাঠানোর অভিযোগ তোলার পরে শিরোনামে আসেন তিনি। একাধিক বিতর্কে জড়িয়েছেন বারবার। নৃত্যশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন তিনি, নিয়েছিলেন ক্যারাটে প্রশিক্ষণও। মুম্বইতে ‘বৈষ্ণোদেবী’ সিরিয়ালে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এবার তাঁর গ্রেফতারির খবর নিয়ে নয়া বিতর্ক তৈরি করেছে। কেন রূপা দত্তকে পকেটমারি করতে হচ্ছে, সেই কারণও খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...