Monday, August 11, 2025

প্রার্থী নিয়ে তৃণমূলকে কটাক্ষ মালব্যর, সায়নীর সপাট জবাব “খামোশ”

Date:

Share post:

আসানসোল ও বালিগঞ্জ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক দিয়েছে তৃণমূল (TMC Candidate)। আসানসোলের (Asansol) প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha)। এরপরই ‘বহিরাগত’ অজুহাতে খোঁচা দেয় গেরুয়া শিবির। বিজেপি (BJP) নেতাদের মাঠ-ময়দানে, মানুষের পাশে তেমন দেখা না গেলেও তাঁরা স্যোশাল মিডিয়ায় সব সময় সক্রিয়। সেই মতো বিজেপি নেতা অমিত মালব্য টুইটারে লেখেন, সায়নী ঘোষকে ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করবে অনুমান করা হয়েছিল। কিন্তু উলটে একজন সম্পূর্ণ ‘বহিরাগত’কে প্রার্থী করা হল। অর্থাৎ প্রার্থী বাছাইয়ে তৃণমূলকে খোঁচা দেওয়ার পাশাপাশি দলের অন্দরে কোন্দল বাধিয়ে দেওয়ার চেষ্টা করেন মালব্য। এর সপাট জবাব দেন সায়নী।

রবিবার, বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর (TMC Candidate) নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটার হ্যান্ডেলে (Twitter) তিনি জানান, আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রবীণ বলিউড অভিনেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে দলের প্রার্থী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন: “বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন”, মমতাকে ধন্যবাদ বাবুলের

প্রার্থীদের নাম ঘোষণা হতেই তৃণমূলকে কটাক্ষ করে অমিত লেখেন, অনুমান করা হয়েছিল যে, তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের যুব সংগঠনের সভাপতি সায়নী ঘোষকে প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ”শুধু আসানসোল নয়, বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন”।

একদিকে তৃণমূলকে খোঁচা, অন্য দিকে প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যে কোন্দল বাধানোর চেষ্টা গেরুয়া শিবিরের। কিন্তু তাঁরা যে ঐক্যবদ্ধ, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। শত্রুঘ্ন সিনহার স্ট্যাইলেই নিজের টুইটার হ্যান্ডেল সায়নী লেখেন, “মি: মালব্য, খামোশ” এরপরে দুটি ইমোজি। যার একটি ফুটবল। অর্থাৎ বার্তা স্পষ্ট, খেলা হবে।



spot_img

Related articles

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...