AAP : রাজ্যে আপ-এর পোস্টার-মিছিল , আমল দিচ্ছে না তৃণমূল

দিল্লি এবং পাঞ্জাব জয়ের পর এবার দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই জনসমর্থন তৈরির স্বপ্ন দেখছে আম আদমি পার্টি।  সেই লক্ষ্যে বাংলাতেও নিজেদের কিছু কর্মসূচি পালন করল আপ । রবিবার কলকাতার একাধিক এলাকায় মিছিল করেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সমর্থকরা।  এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘পদার্পণ যাত্রা’। দিল্লি এবং পাঞ্জাব জয়ের পরে এবার এ রাজ্যেও নিজেদের সমর্থন ও জনভিত্তি তৈরির জন্য এই কর্মসূচি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিন বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আপ সমর্থকরা। পাশাপাশি এদিন থেকেই  শুরু হয়েছে আপ-এর  সদস্য সংগ্রহ অভিযান।  ইতিমধ্যেই রাজ্যের কয়েক জায়গায় আপ সমর্থকরা পোস্টার মেরেছেন। বারাসত, মালদহ-সহ বেশ কয়েকটি জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে উল্লিখিত নম্বরে ফোন করে  আপ-এর সদস্যপদ গ্রহণের জন্যেও আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলায় আপ-এর  মিছিল বা পোস্টার পড়ার বিষয়টিকে আমল দিতে চান নি  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন,  এটা গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ যে কোনও জায়গায় গিয়ে সমাবেশ করতেই পারে। মনে হয় না আপের এখানে কিছু করার আছে। আপের কোনও প্রভাব বাংলায় পড়বে না। আপ এখানে আসতেই পারে। কিন্তু তাতে বিশেষ কোন লাভ হবে না।

Previous article“বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন”, মমতাকে ধন্যবাদ বাবুলের
Next articleপ্রার্থী নিয়ে তৃণমূলকে কটাক্ষ মালব্যর, সায়নীর সপাট জবাব “খামোশ”