Thursday, January 15, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভয়াবহ আকার নিতে পারে করোনা, সতর্কবার্তা WHO-র

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)| ইউক্রেনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিকেও এবিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ সেনাবাহিনীর(Russian Army) কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন ইউক্রেনের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে হামলা না চালায়। যুদ্ধের জের যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে না পড়ে।

যুদ্ধের জেরে প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে। হু আশঙ্কা করছে এঁদের থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। কারণ হিসেবে জানানো হয়েছে, প্রথমত ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত, গত ৩-৯ মার্চ ইউক্রেন এবং সংলগ্ন দেশগুলিতে করোনা সংক্রমণের হার অত্যধিক বেড়েছে। এই ছ’দিনে ইউক্রেন-সহ পড়শি দেশগুলিতে সাত লক্ষ ৯১ হাজার ২১জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। হু-র মতে এই সংখ্যা উদ্বেগজনক।

আরও পড়ুন:BJP: মরিয়া চেষ্টা! প্রার্থী ঘোষণার আগেই ২ কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি

যুদ্ধের মাঝেই ইউক্রেনে করোনা সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে। আগামী দিনে তা আরও বাড়তে পারে বলে অনুমান করছে হু। এ প্রসঙ্গে হু-র স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান বলেন, “যুদ্ধের কারণে ইউক্রেনে কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কোভিড পরীক্ষাও। আর এটাই সবচেয়ে উদ্বেগের একটা কারণ।” পাশাপাশি, যুদ্ধের জেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শরণার্থীরা নিজেদের অজান্তেই ভাইরাস বহন করে আনতে পারেন বলে মনে করছে হু।

spot_img

Related articles

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...

প্রযোজনা সংস্থার টাকা আটকে বিপাকে যশ-নুসরত, সমন পেলেন তারকা জুটি!

আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত...