Thursday, August 28, 2025

কীভাবে পুলিশের হাতে ধরা পড়ল পানিহাটির তৃণমূল কংগ্রেস খুনের মূল অভিযুক্ত?

Date:

Share post:

পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দফায় দফায় জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্যও।ধৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত।ধৃতের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। আজই তাকে আদালতে তোলা হয়। কী করে ধরা পড়ল অভিযুক্ত?

আরও পড়ুন:রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন হতে পারে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রবিবার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের পরই সেখানে পৌঁছয় পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর, খুনের পর জামা বদল করে আগরপাড়ার তেঁতুলতলা এলাকার হোগলাবনে লুকিয়ে ছিল শ্যুটার। স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে কাউকে নড়াচড়া করতে দেখেন। তাঁদের সন্দেহ হওয়ায় পাশের ক্লাবের ছেলেদের এবং পাড়ার লোকেদের ডেকে বিষয়টি জানান। তার পরই ওই হোগলা বন ঘিরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশে। স্থানীয়রাই তারপর হোগলা বনে আগুন লাগিয়ে দেন। তখন সেই ঝোপ থেকে বেরিয়ে পালাতে গেলে আগ্নেয়াস্ত্র-সহ শম্ভুনাথকে ধরে ফেলেন তাঁরা। তারপর তাঁকে খড়দহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার সন্ধেয় পুরভোটে সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের খুনের ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। সেখানেই দেখা যায়, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছেন তৃণমূল কাউন্সিলর।আচমকাই পেছন থেকে নীল টি-শার্ট পরা এক যুবক সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে রাইফেল বের করে গুলি কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। বাইক থেকে ছিটকে পড়ে কাউন্সিলর।গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তাঁকে খুনের সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু কে তাঁকে খুনের সুপারি দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শম্ভুনাথের সঙ্গে আর কারা ছিলেন জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তাঁকে খুনের সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু কে তাঁকে খুনের সুপারি দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শম্ভুনাথের সঙ্গে আর কারা ছিলেন জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...