Monday, August 25, 2025

Punjab: লজ্জার হারের পর সোনিয়ার নির্দেশমতো প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর

Date:

Share post:

‘কংগ্রেস গড়’ হিসেবে পরিচিত পাঞ্জাব(Punjab) এবার ‘হাত’ ছাড়া হয়েছে। দলের চুড়ান্ত ব্যর্থতার পর মঙ্গলবারই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi) নির্দেশ দিয়েছিলেন হেরে যাওয়া ৫ রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফা দেওয়ার। সেই নির্দেশ মেনে বুধবার পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Sing Sidhu)। টুইট করে এদিন সেই ইস্তফাপত্রও প্রকাশ্যে আনেন তিনি।

এদিন সকালে নিজের টুইটারে ইস্তফাপত্রের ছবি প্রকাশ্যে আনেন সিধু। একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, কংগ্রেস সভাপতির ইচ্ছানুসারে আমি আমার ইস্তফা পেশ করলাম। উল্লেখ্য, মঙ্গলবার সোনিয়া গান্ধী নির্দেশ দেন, হেরে যাওয়া ৫ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো মঙ্গলবার ইস্তফা দেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। পাশাপাশি সোনিয়ার তরফে নির্দেশ রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিদের ইস্তফা দিতে হবে। সেইমতো এই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের অজয়কুমার লাল্লু, উত্তরখণ্ডের গণেশ গোদীয়াল, গোয়ার গিরীশ চোড়নকর এবং মণিপুরের প্রদেশ সভাপতি এন লোকেন সিং। এদিকে সিধুর পাশাপাশি হারের দায় নিয়ে মঙ্গলবার সকালেই ইস্তফা দিয়েছেন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর।

 

আরও পড়ুন: By Election: উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত, ৫ রাজ্যে লজ্জাজনক হারের পর গত রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) বৈঠকে ফের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম উঠে এসেছে। অন্যদিকে গান্ধী পরিবারের হাত থেকে কংগ্রেসকে মুক্ত করার দাবিতে ফের সরব হয়ে উঠেছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বরা। সবমিলিয়ে ঘরোয়া কোন্দলে জর্জরিত হাত শিবির।

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...