Monday, May 5, 2025

Narad Case:নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন ফিরহাদ, শোভন

Date:

Share post:

বুধবার নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad hakim)। সেই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Bandopadhyay) নিয়ে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chattopadhyay)। অসুস্থতার কারণে অনুপস্থিত কামারহাটির বিধায়ক।

কয়েক মাস আগেই রাজ্য জুড়ে আলোচনার শিরোনামে ছিল নারদ মামলা।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ও নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান তাঁরা। এরপর কালীপূজোর রাতে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। তাই স্বভাবতই তাঁকে বাদ দিয়ে মামলা চলতে থাকে। জামিনের শর্ত মেনেই বুধবার বিচার ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে। কিন্তু গলায় অস্ত্রোপচার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তবে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়, এ দিন হাজির ছিলেন বৈশাখীও।

গত বছর নারদ সংক্রান্ত মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্তর্বর্তী জামিনের শর্ত মেনে সেই মতো গত নভেম্বরের তাঁরা হাজিরা দেন। পরবর্তী হাজিরার দিন ছিল আজ বুধবার। উল্লেখ্য ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাঁরা। দেশ ছাড়তে পারবেন না, এই শর্তেই জামিন মঞ্জুর করা হয়েছিল তিন নেতৃত্বের। জানুয়ারিতে মাসে নিশ্চিত হয় জামিন। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই তিন নেতা ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিলেন । এই মামলায় চার্জশিট পেশ করেছিল ইডি।

 

spot_img
spot_img

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...