বাজেট অধিবেশনে ভাষণে কলকাতা পুরসভার (KMC) আর্থিক সংকটের কথা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার ২০২২-২০২৩ আর্থিক বছরে খরচের পরিমাণ বেঁধে দিল পুরসভা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পুরসভার সম্পদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত থেকে শুরু করে নয়া প্রকল্পের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরির জন্য ওয়ার্ডপিছু ৬০ শতাংশ টাকার প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। বাকি ৪০ শতাংশ টাকা বিভাগের কাজ শেষ হলে এবং সেই কাজের যাবতীয় তথ্য জমা দিলেই অনুমোদন করা হবে।

এ বিষযে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কারও টাকা আটকানো হচ্ছে না। প্রথম দফায় প্রকল্প বাবদ ৬০ শতাংশ খরচ করে হিসেব দিলেই পরের টাকার অনুমোদন দেওয়া হবে। অর্থের অপচয় বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানান মেয়র।

আরও পড়ুন:বাংলাদেশের বাঙালি হিন্দুদের উৎখাত নিয়েও ছবি হোক, দ্য কাশ্মীর ফাইলস দেখে সরব তসলিমা

কলকাতা পুরসভার ২০২২-২০২৩ আর্থিক বছরের প্রারম্ভিক ঘাটতি বাজেট ১৭৭ কোটি টাকা। বাজেট (Budget) অধিবেশন ভাষণে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন মেয়র। সেই কারণেই অতিরিক্ত খরচের আসতেন এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।