Sunday, January 11, 2026

শিক্ষিত এলাকার উপনির্বাচনে “ফিটার মিস্ত্রি” যেন প্রচার না করে, দিলীপকে কটাক্ষ তথাগতর

Date:

Share post:

(বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের জন্য “KDSA” গ্যাংকে কাঠগড়ায় তুলেছিলেন তথাগত। এই গ্যাংয়ের ‘D’ হলেন দিলীপ ঘোষ)

 

এবার উপনির্বাচন নিয়ে নাম না করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের জন্য “KDSA” গ্যাংকে কাঠগড়ায় তুলেছিলেন তথাগত। এই গ্যাংয়ের ‘D’ হলেন দিলীপ ঘোষ। তথাগতবাবু মনে করেন, রাজ্যে আসন্ন দুটি উপনির্বাচনে ফের যদি গেরুয়া শিবিরের হয়ে প্রচারে নামেন দিলীপ ঘোষ, তাহলে বিজেপির বিপর্যয় নিশ্চিত। তাই সতর্কবার্তা হিসেবে দিলীপ ঘোষকে যেন এই দুই “শিক্ষিত” কেন্দ্রে প্রচারে নামানো না হয়, টুইটে তেমনই মন্তব্য করেছেন।

রবিবার সকালেই টুইট করে তথাগত রায় লেখেন, ‘‘আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন, এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত। এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না, যার বক্তব্য শুধু ‘মেরে দেব’, ‘পুঁতে দেব’, ‘বিধবা করে দেব’। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন।’’

অন্যদিকে, নিচের টুইটার হ্যান্ডেলে তথাগত রায়কে ট্যাগ করে পাল্টা একটি টুইট করেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, ‘’মাঝে মাঝে আপনি এই অর্বাচীনটির সম্পর্কে সত্যই কথাগুলো বেশ স্পষ্ট করে বলেন দাদা। কিন্তু দয়া করে বালিগঞ্জ ও আসানসোলকে অজন্তা সার্কাস দেখা থেকে বঞ্চিত করবেন না। ওনাকে পাঠান। দিলীপ ঘোষের মতো এমন একজন নেতা, যিনি বিজেপি কর্মীদের হাতেও মার খেয়েছেন। সবার দেখার অধিকার আছে।”

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...