রাজ্যের কৃষকদের কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এখনও পর্যন্ত ১০ লক্ষ রাজ্যের কৃষক ‘কৃষক সম্মান নিধি’-র টাকা থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি ১১ লক্ষ কৃষকের সমস্ত তথ্য দেয়া সত্বেও তাদের কৃষক সম্মান নিধি টাকা দেয়ার বিষয়ে আইনি জটিলতার বিষয়কে সামনে আনার চেষ্টা করছেন। সেখানে কোন কোন কৃষকের আধার কার্ডের সমস্যা, ব্যাংক একাউন্টের সমস্যা কারণ হিসেবে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য দেয়ও সত্ত্বেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি থেকে সর্ব মোট ২১ লক্ষ কৃষক বঞ্চিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে দু বছরের কৃষক সম্মান নিধি টাকা পাননি তা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত এ রাজ্যের ৬০ লক্ষ কৃষক প্রকল্পের ১৮ হাজার টাকা এখনও পায়নি বলে অভিযোগ করেন শোভনদেব।
আরও পড়ুন- Katwa: মর্মান্তিক! একই পরিবারে একসঙ্গে ৩ জনের রহস্যমৃত্যু
