Wednesday, November 5, 2025

অঘটন, ২০২২ বিশ্বকাপে নেই ইউরো চ‍্যাম্পিয়ন ইতালি

Date:

Share post:

২০২২ ফিফা বিশ্বকাপ (2022 FIFA World Cup) যোগ্যতা প্লে অফ পর্বে বড় অঘটন। ছিটকে গেল ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালি ( Italy)। বৃহস্পতিবার উত্তর ম্যাসেডোনিয়ার কাছে ০-১ হারল ইতালি। আট মাস আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি। উৎসবের রেশ মিলিয়ে যেতে না যেতেই তারা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে দেখা যাবে না আজুরিদের।

পালেরমোর স্তেদিয়া বারবেরাতে বৃহস্পতিবার রাতে শেষমুহূর্তের গোলে নর্থ ম্যাসেডোনিয়া ইতালির বিশ্বকাপ যাত্রা আটকে দিয়েছে। ঠিক যেভাবে ২০১৮-তেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেকে ভেবেছিলেন ইতালির ফুটবল ঘুরে দাঁড়িয়েছে। আবার ফিরে আসছে আজুরিদের দাপট। কিন্তু কোথায় কী? এই অঘটনের পর কোচ রবার্তো মানচিনি বলেন, “ফুটবল এরকমই। মাঝে মাঝে এরকম কিছু হৃদয়বিদারক ঘটনাও ঘটে। জুলাই মাসে ফুটবল জীবনের সেরা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আর এবার পেলাম ফুটবল জীবনের সবথেকে সেরা শক”। যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯১-এ স্বাধীন হওয়া নর্থ ম্যাসেডোনিয়া কখনও বিশ্বকাপে খেলেনি। তাদের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে। বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি  করেছেন আলেকজান্ডার ট্রাজোকোভস্কি। একবছর আগে জার্মানিকে হারিয়েছিল নর্থ ম্যাসেডোনিয়া। এদিন গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাদের ফুটবলাররা। এই দল ফুটবল বিশ্বে এখনও নবীন। কিন্তু জার্মানির পর ইতালিকে হারিয়ে তারা এবার ফুটবল মানচিত্রে বিশাল জায়গা করে নিল। এদিকে ইতালি হেরে যাওয়ায় পর্তুগালের বিশ্বকাপে যাওয়ার রাস্তা কিছুটা মসৃণ হয়ে গেল। একাধিক তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও তুরস্ককে হারিয়ে বিশ্বকাপে ওঠার আশা জিইয়ে রাখল পর্তুগাল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...