Wednesday, May 14, 2025

বগটুইকাণ্ডে অতিসক্রিয়তা দেখাচ্ছে বিজেপি, নিন্দায় সরব হিন্দু মহাসভা

Date:

Share post:

নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনো কারণ ছাড়াই অতি সক্রিয়তা দেখাচ্ছে রাজ্য বিজেপি।রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় বিজেপির নিন্দায় এভাবেই সরব হয়ে উঠল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বিবৃতি জারি করে বিজেপির(BJP) এহেন ভূমিকা থেকে সরে আসার কথা জানিয়েছে হিন্দু মহাসভা(Hindu mahasabha)।

অখিল ভারত হিন্দু মহাসভার(Akhil Bharat Hindu mahasabha) তরফে জানানো হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে কংগ্রেস ও বাম আমলে অসংখ্য হিন্দু পরিবার খুন হয়েছে রাজ্যে। কখনো তাদের হয়ে আন্দোলনে নামেনি বিজেপি। এখনো পর্যন্ত সেইসব ঘটনা নিয়ে বিজেপি নীরব। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, একুশের নির্বাচনে হিন্দুদের ভাবাবেগকে বঞ্চিত করে বামেদের বি-টিম হয়ে এ রাজ্যে লড়াই করেছে বিজেপি। এমন অবস্থায় আচমকা বগটুইয়ের মতো স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে উসকানি দিতে রাজ্য বিজেপি কেন অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।

আরও পড়ুন:সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডে প্রথম থেকেই ছড়িয়ে গিয়েছে রাজ্য বিজেপি। শুরুতেই এই ঘটনায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন। এমনকি সিবিআই ও এনআইএ দিয়ে তদন্তের দাবি জানান। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য বিজেপির বিধায়ক দল ঘটনাস্থল ঘুরে এসেছে। এই সমস্ত বিষয়কেই অতি সক্রিয়তা বলে তোপ দেগেছে হিন্দু মহাসভা।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...