বুধবারই কলকাতায় সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোলের দাম। তবে বৃহস্পতিবার ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানির (Petrol-Diesel) দাম। আজ সকালে প্রতি লিটারে ৮৩ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। এর ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৯৬ টাকা ২২ পয়সা হয়েছে। টানা পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে মোদি সরকারকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC)।

আরও পড়ুন: দু’দেশের যুদ্ধে জলবায়ু পরিবর্তন হচ্ছে: কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, প্রশ্ন কাকলির
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে একটি টুইট করে লেখা হয়, “নরেন্দ্র মোদির দুর্বল শাসনের অন্ধকার দিন! লাগাতার পেট্রোল-ডিজেলের (Petrol- Diesel) মূল্যবৃদ্ধি বন্ধ করুন, আলোচনা করুন, সাধারণ মানুষের দুর্ভোগ বুঝুন, প্রধানমন্ত্রী এবার একটা সমাধান নিয়ে আসুন! এখন তার সময়!”

Dark days under Mr @narendramodi's poor governance!
Stop the incessant hikes, have a discussion, understand the woes of common people, Mr Prime Minister come up with a solution! About time now!#FuelPriceHike https://t.co/t5kNVZcPGE
— All India Trinamool Congress (@AITCofficial) March 31, 2022
পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের দামবৃদ্ধির আশঙ্কা করেইছিলেন বিশেষজ্ঞরা৷ সাধারণ মানুষের অনেকের প্রশ্ন, দাম বৃদ্ধি যখন অবধারিতই ছিল তাহলে পাঁচ রাজ্যের ভোটের জন্য তা ঠেকিয়ে রাখা হল কেন?

