Monday, November 10, 2025

বিরতি শেষে এবার নতুন অবতারে ‘পাঠান’ শাহরুখ

Date:

Share post:

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে বলিউডের বাদশাহ কিং খান অভিনীত ছবি পাঠান। বলিউডের বাদশাহ শাহরুখ খান বস নাম হি কাফি হায়, বাংলা তথা গোটা দেশের লক্ষ লক্ষ সিনেমামোদী দর্শকের হার্ট থ্রব তিনি। দীর্ঘদিন পরে ছবির জগতে ফিরতে চলছেন তাঁর পাঠান ছবির মাধ্যমে। প্রায় আট বছর পর আবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকনকে আর দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকেও।

স্পেন ছাড়া এই ছবির শুটিং হয়েছে দুবাইতেও। অনেকদিন ধরে আলোচনা রয়েছে এই ছবিটি। ছবির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আ্নন্দ। একটা বড়সড় ব্রেকের পর কিং খান ফিরলেন স্বমহিমায়। ছবির শেষ পর্বের শুটিং সেরে সম্প্রতি বুধবার রাতে দেশে ফিরলেন বলিউডের বাদশাহ। ফিরতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

শোনা যাচ্ছে শেষ পর্বে বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং হয়েছে সেখানে। শুটিং এর শেষে স্পেন ঘুরেছেনও কিং খান। স্প্যানিশ ভক্তদের সঙ্গে সেলফিও তুলছেন তিনি। ২০১৮ র পর পাঠান নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর আগে সবশেষ তাঁকে দেখা গেছে জিরো সিনেমায় । স্বাভাবিকভাবেই তার ভক্তদের কাছে পাঠান ছবিটি ভীষণভাবেই প্রত্যাশার এবং অপেক্ষার।প্রিয় নায়ক কে নতুন রূপে দেখবার জন্য তাঁরা অধির আগ্রহী ।

ইতিমধ্যেই এই ছবিতে তাঁর লুক বেশ প্রশংসিত এবং চর্চিত হয়েছে। এখানে কিং খানকে এইট প্যাক অ্যাবসের হট লুকে দেখা যাবে। তাঁর মেদহীন সুঠাম শরীরী আবেদনপূর্ণ চেহারা, লম্বা ঝুটি বাঁধা ছুল, কারগো প্যান্ট, উন্মুক্ত দেহ ভাইরাল হয়েছে যাতে নতুন করে মুগ্ধ তাঁর অনুরাগিরা। ৫৬ বছর বয়সে তাঁর এমন লুক দেখে বিস্মিত সবাই।

গতবছর ছেলেকে নিয়ে দীর্ঘ আইনি জটিলতায়ে পড়েন তিনি ফলে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়ে। কিন্তু কথায় বলে সব ভাল তাঁর শেষ ভাল যার অবশেষে সফল ভাবে কাজ সম্পূর্ণ করেছেন তিনি এবং তাঁর পাঠান টিম। এখন শুধু অধির অপেক্ষা ছবির মুক্তির। যদিও আরও বেশ কয়েকমাস লাগবে কারণ শুটিং এর পরের আরও অনেক কাজ থাকে যার মধ্যে ছবির এডিটিং অন্যতম।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...