দলীয় স্তরে বগটুইকাণ্ডের সত্য অনুসন্ধানে নামল তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একাধিকবার বলেছেন রামপুরহাট হত্যাকাণ্ডের ঘটনার পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। তারই সত্যানুসন্ধানে এবার ময়দানে নেমে পড়ল তৃণমূল(TMC)। দলীয় সুত্রে জানা গিয়েছে, দলের এক শীর্ষ নেতার নেতৃত্বে বগটুইকাণ্ডের আসল সত্য অনুসন্ধান করবে দল।

এপ্রসঙ্গে শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) বলেন, “সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনই বিশদে কিছুই বলা হচ্ছে না এবিষয়ে। যথা সময়ে দল এবিষয়ে সিদ্ধান্ত নেবে।” পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, “দলের এক শীর্ষ নেতাকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নিয়ম মেনেই চলবে এই কাজ।” তবে কোন নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি কুণাল ঘোষ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

প্রসঙ্গত, এই আগে রামপুরহাট কাণ্ডে সত্য অনুসন্ধানে বিজেপির তরফে একটি টিমকে পাঠানো হয়েছিল বগটুইয়ে। যেখানে ছিলেন ৪ জন অবসরপ্রাপ্ত আইপিএস। তাদের তরফে ইতিমধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে দিল্লিতে। এরপরই পালটা সাংগঠনিক দিক থেকে বগটুইকাণ্ডের সত্য অনুসন্ধানে নেমল তৃণমূল।

Previous articleবিরতি শেষে এবার নতুন অবতারে ‘পাঠান’ শাহরুখ
Next articleRussia-Ukraine War:যুদ্ধ আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর