Friday, August 29, 2025

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, আগেই ব্যবস্থা নিয়েছেন মমতা

Date:

Share post:

বগটুই থেকে শুরু করে যে কোনও ঘটনা নিয়েই দ্রুত পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তারপরেও রাজ্যে সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি (Letter) দিয়েছেন রাজ্যের বিশিষ্টরা। চিঠিতে ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পরমব্রত বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, ঋদ্ধি সেন, গৌরব চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত-সহ ২২ জনের স্বাক্ষর রয়েছে। তাঁদের বক্তব্য, গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রামপুরহাট (Rampurhat) থেকে শুরু করে ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু, তুহিনা খাতুনের আত্মহত্যা, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু আর পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টরা। এরই সঙ্গে রাজ্যের পুরভোট নিয়েও অভিযোগ করা হয়েছে চিঠিতে।

বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ৯জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে চিঠিতে।
তবে, বগটুই ঘটনার পরে রাজ্য প্রশাসনের তৎপর হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার মতো পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে চিঠিতে। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অন্যতম প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার জন্যচিঠিতে মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন বিশিষ্টরা।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...