৩ লক্ষ কোটি টাকার বেশি ঋণ গুজরাতের! ক্যাগের রিপোর্টে চাঞ্চল্য

গুজরাত (Gujarat) মডেল। এবার তথাকথিত ধনী রাজ্য গুজরাত বড়োসড়ো ঋণের ফাঁদে পড়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগ-এর (CAG) রাজ্য সম্পর্কিত রিপোর্ট প্রকাশ্যে। রিপোর্টে রয়েছে, এই মুহূর্তে গুজরাতের ঋণের পরিমাণ ৩ লক্ষ ৮ হাজার কোটির টাকার কিছু বেশি। আগামী ৭ বছরের মধ্যে মোট ঋণের অন্তত ৬১ শতাংশ শোধ করতে হবে ভূপেন্দ্র প্যাটেলের (Gujarat CM Bhupendra Patel) রাজ্য গুজরাতকে‌। আর তাই না হলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে বিজেপি শাসিত রাজ্য।

ক্যাগের (CAG) রিপোর্ট অনুযায়ী, আগামী দু বছরের মধ্যে এই ঋণের পরিমাণ সাড়ে ৪ লক্ষ কোটি টাকায় পৌঁছত। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত গুজরাত (Gujarat) সরকারের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট তথা জিএসডিপি সংগ্রহ যেখানে বেড়েছে ৯.১৯ শতাংশ হারে, সেখানে ঋণ বেড়েছে ১১.৪৯ হারে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ধৃত কংগ্রেস-সিপিএম কর্মী

ক্যাগের রিপোর্টে উল্লেখ্য, আগামী ৭ বছরে গুজরাত সরকারকে কমপক্ষে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা শোধ করতেই হবে। ভূপেন্দ্র প্যাটেলের সরকার বাজেটে দাবি করেছিল ২০২০-২০২১ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি হয়েছে ১০ হাজার ৯৯৭ কোটি টাকা। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, হিসাব করলে সেই ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৩৩ হাজার ৫২৫ কোটি টাকা। এছাড়া গুজরাতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ৩০ হাজার ৪০০ কোটি টাকা ক্ষতির মুখ দেখেছে গত বছর। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, “প্রথমত রাজস্ব ঘাটতি দ্বিতীয়ত বিশাল মাত্রায় খরচ। ঋণের ফাঁদ এড়াতে রাজ্য সরকারকে সুচিন্তিত পরিকল্পনা তৈরি করতে হবে।”

এটাই কি গুজরাত মডেল? এবছরই গুজরাতে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই প্রকাশ্যে ক্যাগের রিপোর্ট। এর প্রভাব নির্বাচনে পড়বে বলেই মনে করা হচ্ছে।



Previous articleIcc World Cup: আইসিসি মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
Next articleরাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, আগেই ব্যবস্থা নিয়েছেন মমতা