রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ছুঁল ডিজেল, ১৪ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

Diesel

আশঙ্কা সত্যি করে সেঞ্চুরি ছুঁল ডিজেলও (Diesel Price)। রাজ্যের ৬ জেলায় ১০০ টাকা লিটার ডিজেল। ১৪ দিনে ১৩ বার বাড়ল জ্বালানির দাম। সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটল পেট্রোপণ্যের। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের (Diesel Price) দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে।

আরও পড়ুন: পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন থাকায় কয়েক মাসের জন্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে বিজেপি সরকার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মাথায় হাত সাধারণ মানুষের।



Previous articleকেমন ছিল কুম্বলে-বিরাট সম্পর্ক? নিজের লেখা বইতে চাঞ্চল্যকর তথ‍্য দিলেন বোর্ডের সিওএ-এর প্রাক্তন প্রধান
Next articleএকজনের বিয়ে ঠিক হওয়ার পরেই চরম সিদ্ধান্ত দুই বান্ধবীর