Wednesday, August 27, 2025

পেট্রোপণ্যের অগ্নিমূল্য: মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণ কুণালের

Date:

Share post:

ধারাবাহিকতার সাথে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালাচ্ছে – চালাবে। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদে একটাই স্লোগান “নো ভোট টু বিজেপি”। কারণ বিজেপিকে ভোট দেওয়া মানে পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে রাজ্যপাল কেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল ঘুমোচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত টুইট করেন রাজ্যপাল কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোন টুইট দেখিনা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম বাড়লে টুইট দেখিনা।’ ঝালদায় বুধবার সিপিএমের ডাকা বনধকে বিজেপির সমর্থন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, ‘বিজেপি, কংগ্রেস ও সিপিএম হাতে হাত মিলিয়ে চলছে। এটা কোনও নতুন বিষয় নয়। জনগণের দরবার থেকে প্রত্যাক্ষিত বিজেপি।’

সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনে ১৩ বার বাড়লো জ্বালানির দাম। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...