চন্দননগরের এক সিপিআইএম নেতাকে নগ্ন মহিলার ফোন। ওই সিপিআইএম নেতার নাম গোপাল শুক্লা (CPIM Leader Gopal Shukla)।

রবিবার একটি বৈঠকে ছিলেন গোপাল শুক্লা (Gopal Shukla)। অভিযোগ, হঠাৎ ফেসবুক মেসেঞ্জারে একটি থেকে কল আসে। রিসিভ করতেই, এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। মোবাইল স্ক্রিনের এক কোণে সিপিআইএম নেতার মুখে ছবি দেখা যায়। যেমন ভিডিও কলে হয়। এভাবে প্রতারণার ফাঁদ পাতে সাইবার অপরাধীরা। সিপিআইএম নেতার থেকে মোটা টাকা দাবি করা হয়। তবে এক্ষেত্রে, ভয় পাননি গোপাল শুক্লা। সোজা পুলিশে (Police) অভিযোগ দায়ের করেন। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: গুজরাতের কাছে হারের পর দিল্লি দলকে কড়া বার্তা দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের

সম্প্রতি পুলিশ সাইবার লাইটস রিস্ক ভিসন নামে একটি ইউটিব চ্যানেল লঞ্চ করেছে। সেখানে সিম কার্ড কেনা থেকে স্মার্টফোন ব্যবহার করে কী কী ভাবে প্রতারণার শিকার হতে পারেন সবকিছুই বিস্তারিতভাবে বলা রয়েছে। একই সঙ্গে, ব্যাঙ্ক প্রতারণার কথাও জানান হয়েছে। এজাতীয় প্রতারণা থেকে কী ভাবে মুক্তি পাওয়া যায় তার কথাও বলা হয়েছে পুলিশের তরফে।
