Saturday, November 29, 2025

১৬ ও ১৭ এপ্রিল ২ দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

Date:

Share post:

আগামী ১৬ ও ১৭ এপ্রিল দু’দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সুত্রে জানা গিয়েছে, দুদিনের সফরে একদিন উত্তরবঙ্গ ও দ্বিতীয়দিন কলকাতায় বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য বিজেপির বেহাল অবস্থা সামাল দিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে উত্তরবঙ্গের তিন বিঘাতেও যেতে পারেন তিনি। এরপর ১৭ এপ্রিল কলকাতায় এসে দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিজেপি সুত্রে জানা গিয়েছে, সাংগঠনিক আলোচনার পাশাপাশি এই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তার কাছে বিজেপি রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:মনোজিতের সঙ্গে বৈশাখীর বিচ্ছেদে আইনি সিলমোহর, দায়িত্ব নিতে প্রস্তুত শোভন

এছাড়াও সুত্রের খবর, চলতি মাসের শেষে রাজ্য সফরে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জানা গিয়েছে, এপ্রিলের শেষে কলকাতায় বঙ্গ বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানে জেপি নাড্ডার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের উপস্থিতির জন্য সময় চেয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের সময় মতোই এই বৈঠকের দিন ঠিক করা হবে। দলের মধ্যে লাগাতার চলতে থাকা বিদ্রোহ সামাল দিতে শাহ-নাড্ডার এই সফরের দিকেই নজর রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...