Monday, August 25, 2025

১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ: তবে বিনামূল্যে নয় সকলের জন্য

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষা শেষে এবার ১৮ উর্ধ্বদের জন্য বুস্টার ডোজের ঘোষণা করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central Health Ministry)। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব সকলেই। তবে এদিন করোনা টিকা সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে পাওয়া গেলেও এবার বুস্টার ডোজের(Bustar Dose) জন্য খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। অন্তত তেমনটাই জানা যাচ্ছে সরকারি নির্দেশিকায়।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখান দেখা যাচ্ছে, আগামী রবিবার, ১০ এপ্রিল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রাপ্তবয়স্করা বুস্টার ডোজ নিতে পারবেন। এক্ষেত্রে যাদের দ্বিতীয় ডোজের মেয়াদকাল ৯ মাস হয়ে গিয়েছে তাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন। তবে সরকারের তরফে জানানো হয়েছে, এই টিকা সকলেই নিতে পারবেন প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টার থেকে। পাশাপাশি বর্তমানে যেমন সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চলছে সেগুলি চলবে। তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মী, ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচিও চলবে। বাকিরা এখন টিকা নিতে চাইলে অর্থের বিনিময়ে বেসরকারি হাসপাতাল থেকে তা নিতে হবে। সরকারের এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন:লক্ষ্য ২-০: বালিগঞ্জের পর কাল আসানসোলে শত্রুঘ্নের সমর্থনে প্রচারে অভিষেক

তবে শুরুতে সকলের বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি দেওয়ার পর হঠাৎ কেন্দ্রের এহেন ভোল বদলের তিব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কেন্দ্রের দায়িত্ব টিকা দেওয়ার। ওরা বিনামূল্যে যে টিকা দিয়েছিল এখন ঘুরপথে মানুষের থেকে সেই টাকা তুলে নিচ্ছে আপনার আমার পকেট থেকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “কেন টাকা দিয়ে টিকা নিতে হবে? কেন্দ্রের দায়িত্ব টিকা দেওয়ার। এবার সরাসরি টাকা দিয়ে কেন নিতে হবে টিকা?”

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...