Sunday, November 9, 2025

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলেকে জঙ্গি ঘোষণা ভারতের

Date:

Share post:

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইকে ৩১ বছরের কারাগারের সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। ঠিক তারপরই হাফিজের ছেলে তলহা সইদকে ‘জঙ্গি’ ঘোষণা করল ভারত। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) অনুযায়ী জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নেতা হাফিজ মহম্মদ সইদের ছেলেকে ‘চিহ্নিত জঙ্গি’ বা ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও উল্লেখ করা হয়েছে, ভারত, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিল তালহা সইদ। পাকিস্তানের লস্কর-ই-তইবার ঘাঁটিগুলিতে প্রায়শই দেখা গিয়েছে লাহোরের বাসিন্দা বছর ৪৬-এর তলহা সইদকে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ক্লারিক্যাল উইংয়ের মাথা বলেই উল্লেখ করা হয়েছে। সেও ২৬/১১-র ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ।

লস্করের সামাজিক সংগঠন জামাত–উদ–দাওয়ার নেতা এই তালহা। জামাত নিষিদ্ধ হওয়ার পরে মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে কাজ করে তালহা এবং তার অনুগামীরা।
এছাড়াও একাধিক ভারত-বিরোধী কার্যকলাপে অংশ নিত। পাশাপাশি, কখন, কোথায়, কীভাবে হামলা চালানো হবে, সেই রূপরেখাও তৈরি করত তালহা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে। তালহার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। মুম্বই হামলা সহ একাধিক জঙ্গি হামলায় তার জন্য মৃত্যু হয়েছে শতাধিক ভারতীয়র।

উল্লেখ্য, এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ পুত্র। ভারত বিরোধী কার্যকলাপে নিয়মিত অংশ নিত তালহা। আফগানিস্তানের ভারতীয় ঠিকানাগুলিতে হামলা চালানোর জন্য তালহা পাক–আফগান সীমান্তে জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল বলে অভিযোগ ভারতের।

আরও পড়ুন:মোবাইল চাই , স্কুল পালিয়ে হোটেলে কাজ নিল দুই ছাত্র

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...