কানাডায় ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন

টরোন্টোর সেনেকা কলেজে ম্যানেজমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্র। কার্তিকের বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে

ফের বিদেশের মাটিতে আততায়ীদের হাতে খুন ভারতীয় ছাত্র। এবার কানাডায় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল। মৃত ওই ছাত্রের নাম কার্তিক বাসুদেব (২১)। তিনি টরোন্টোর সেনেকা কলেজে ম্যানেজমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্র। কার্তিকের বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কানাডার টরোন্টোর শেরবর্ন সাবওয়ে স্টেশনের ঢোকার মুখেই খুন করা হয়
কার্তিককে। টরোন্টো পুলিশের দাবি, ওইদিন স্থানীয় সময় বিকাল ৫টা নাগাদ কার্তিককে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এরপর গুলিবিদ্ধ কার্তিককে একজন অফ-ডিউটি প্যারামেডিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কার্তিক বাসুদেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন:মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলেকে জঙ্গি ঘোষণা ভারতের

Previous articleমুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলেকে জঙ্গি ঘোষণা ভারতের
Next articleAIIMS-এর চিকিৎসকদের দিয়ে অনুব্রতকে পরীক্ষা করানোর আবেদন আদালতে করতে পারে CBI