Friday, January 16, 2026

ফের দেশের সেরা বাংলা: ১০০ দিনের কাজে কর্মসংস্থানে প্রথম রাজ্য

Date:

Share post:

ফের রাজ্য সরকারের (Government of West Bengal) সাফল্যের মুকুটে নয়া পালক। টোটাল পারসনস ওয়ার্কড (Total Persons Worked) -এর নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বাংলা (West Bengal)। অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে এ রাজ্যে; সংখ্যাটা ১.১ কোটি।

সাম্প্রতিক কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, MGNREGA-এর মাধ্যমে রাজ্য সরকার ১,১১,২১,৮৭৪জন মানুষের কর্মসংস্থান করেছে। ‘ডবল ইঞ্জিন সরকারের’ উত্তর প্রদেশ (UP), গুজরাট(Gujrat), ত্রিপুরা(Tripura)-সহ অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে প্রথম হয়েছে তৃণমূলশাসিত বাংলা।

শুধু তাই নয়, ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরিতেও ২০২১-২২ সালে ভারতের সব রাজ্যের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরি হয়েছে ৩৬.৪কোটি তৈরি হয়েছে বাংলায়।অথচ বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা চলেছেই।  মার্চ পর্যন্ত ২,৮৭৬ কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা বাকি রয়েছে রাজ্যের।

বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন শিল্প স্থাপন করে তাতে কর্মসংস্থানের পাশাপাশি ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যাতে বেশি পরিমাণ কর্মসংস্থান হয়, সেদিকে কড়া নজর রেখেছেন তিনি। করোনাকালে দেশে যখন বেকারত্বের হার বেড়েছে, তখন বাংলায় বেকারত্বের হার কমে গিয়েছে। কর্মসংস্থান বেড়েছে কয়েক গুণ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকারের ধুঁয়ো তোলে গেরুয়া শিবির, সেসব জায়গায় বেকারত্বের হার বাংলার থেকে বহুগুণ বেশি। এটা শুধু তৃণমূল সরকারের দাবি নয়, কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হল। কিন্তু তা সত্ত্বেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। বিভিন্ন খাতে এখনও এ রাজ্যের পাওনা বকেয়া রেখেছে মোদি সরকার।

spot_img

Related articles

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...