Monday, November 3, 2025

কড়া নিরাপত্তার ঘেরাটোপে বালিগঞ্জ ও আসানসোলে শুরু হল ভোটগ্রহণ

Date:

Share post:

কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ সকাল থেকেই শুরু হল রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচন। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট ১৩৩ কোম্পানী ও পাঁচ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রে ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

আরও পড়ুন:রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে উপনির্বাচন, কড়া নিরাপত্তা কমিশনের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়াতেই ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে । সেখানে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিন‌্হা। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরপর দু’বার সাংসদ পদে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, রাজ্যের দীর্ঘ দিনের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি বালিগঞ্জ বিধানসভা আসনটি । এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। দুই আসনেই জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল শিবির।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর । ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।

অন্যদিকে , বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ রয়েছে। ৬০টি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়া বকিগুলিতে থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। নিরাপত্তার মোতায়েন থাকবে ১৭ কোম্পানী আধা সেনা। এছাড়াও রয়েছেন মাইক্রো অবজার্ভার। বালিগঞ্জে মোট আড়াই লক্ষ ভোটার বেছে নেবে তাঁদের প্রতিনিধিকে।
প্রসঙ্গত, ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত দুই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...